আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিনই কর্মহীন তিনশো শ্রমিক, বন্ধ হয়ে গেল চা বাগান
এই প্রসঙ্গে এক প্রতিমা শিল্পী জানান, করোনার কারণে গত দু’বছর তেমন অর্ডার মেলেনি। তবে এবার প্রতিমা তৈরির কাজ বাড়লেও উপকরণের দাম বেড়ে গিয়েছে। পাশাপাশি লেবারের মজুরি বেড়ে যাওয়ায় লাভ হবে কি না তা নিয়ে আমরা অনেকটাই চিন্তিত।
advertisement
আরেক প্রতিমা কারিগর বলেন, খড়-বাঁশ সহ সমস্ত উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ। যে বাঁশ আগে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হতো তা এখন ৩৫০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে। প্রতি মণ খড়ের দাম ৩০০ থেকে বেড়ে এখন ৮০০ টাকা হয়েছে। ফলে প্রতিমা তৈরিতে খরচ অনেকটাই বেড়ে গেছে।
এই পরিস্থিতিতে অসময়ের বৃষ্টির কারণে প্রতিমা তৈরীর কাজ কিছুটা ব্যাহত হলেও সময়ের মধ্যেই তা শেষ করে ফেলার বিষয়ে আশাবাদী প্রতিমা শিল্পীরা। কিন্তু বর্ধিত দাম দিয়ে সব পুজো কমিটি শেষ পর্যন্ত ঠাকুর কিনবে কিনা সেটাই এখন চিন্তার।
সুমন সাহা