আরও পড়ুন: রাস্তা দখল করে দেদার ব্যবসা, অভিযোগ পেয়েই উপ-পুরপ্রধান যা করলেন…
হাতেগোনা আর কয়েকটা দিন বাকি, তারপরই দুর্গাপুজোয় মেতে উঠবে বাঙালি। কিন্তু টানা বৃষ্টি হতে থাকায় চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রতিমা শিল্পীরা। দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কেউই রোদের অভাবে সময়ে শুকায়নি। ফলে কীভাবে প্রতিমা ডেলিভারি করবেন তা নিয়েই চিন্তিত ছিলেন শিল্পীরা। তবে আকাশে আবার নতুন করে রোদের ঝলক দেখা দিয়েছে। আর তাতেই চিন্তা দূর হয়েছে শিল্পীদের মনে।
advertisement
গত কদিনের টানা বৃষ্টিতে মুষড়ে পড়েছিলেন জয়নগর থানা এলাকার গড়েরহাট পোটো পাড়ার প্রতিমা শিল্পীরা। তবে বৃষ্টি থেমে রোদ উঠতেই তাঁরা আবার চনমনে হয়ে উঠেছেন। বেশিরভাগ বড় পুজোর উদ্বোধন হয়ে যাবে মহালয়ায়। এবারে জেলাজুড়ে থিমের ছড়াছড়ি। সব মিলিয়ে বৃষ্টি থেমে রোদ ওঠায় প্রতিমা শিল্পীদের পাশাপাশি মণ্ডপ তৈরির কারিগরদেরও কাজের সুবিধা হয়েছে। হাসি ফুটেছে দুর্গাপুজোর উদ্যোক্তাদের মুখেও।
সুমন সাহা





