আরও পড়ুন: 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের শিখরবালি-১ পঞ্চায়েতের পালপাড়ায় শ্বশুরবাড়ি শুভ্রশ্রী পালের। বাপের বাড়ি মগরাহাটে। স্বামী গ্রিলের কাজ করেন। ১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী বাড়ির বাইরে বের হতে দিতেন না বলে ওই বধূর দাবি। এমনকি বাপের বাড়ির লোকেদের সঙ্গে ফোনে কথা বললেও স্বামী সন্দেহ করত বলে শুভশ্রী জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল বলে ওই বধূর অভিযোগ। সম্প্রতি স্বামীকে এড়িয়েই তিনি লক্ষ্মীর ভাণ্ডারে নাম তোলেন। মাসে মাসে পাওয়া অনুদানের টাকা দিয়ে বিউটি পার্লারের কাজ শিখছিলেন।
advertisement
শুভশ্রী পাল নামে ঐ বধূর অভিযোগ, তিনি বিউটি পার্লারে কাজ শিখছেন জানতে পেরে প্রবল অত্যাচার করে স্বামী। কেন বাড়ির বাইরে গিয়ে কাজ শিখছেন এই নিয়ে প্রশ্ন তুলতে থাকে শ্বশুরবাড়ির বাকি সদস্যরাও। শেষ পর্যন্ত গভীর রাতে স্বামী ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেয়, সাহায্য করে শ্বশুরবাড়ির বাকি সদস্যরা। এরপরই মা পুষ্প পালকে নিয়ে বারুইপুর থানায় গিয়ে স্বামীর নামে বধূ নির্যাতনের মামলা দায়ের করেন শুভশ্রী।
অর্পন মণ্ডল