বুধবার সকালে কাজে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারাই প্রথম এই ভোটার কার্ডগুলো পড়ে থাকতে দেখেন। বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের কুলতলি বাজার এলাকায় রাস্তার পাশে পড়েছিল এই ভোটার কার্ডগুলি। যেখানে এগুলো পড়েছিল সেই রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে মানুষজন চলাচল করে। কে বা কারা কী করে এই ব্যস্ত রাস্তায় এত বিপুল পরিমাণ ভোটার কার্ড ফেলে দিয়ে যেতে পারল জানিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
advertisement
আরও পড়ুন: সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়া হল প্রসূতিকে! থেকে বাধ্য হয়ে ভর্তি হতে হল নার্সিংহোমে
খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে আসে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। এর মধ্যে বেশিরভাগই আবার বারাসত, হালিশহর, নৈহাটি, বারাকপুর, বসিরহাট এলাকার বলে জানা গিয়েছে। কিন্তু কোথা থেকে এই ভোটার কার্ডগুলি এল তা নিয়ে ধন্দে সবাই।
এই ঘটনর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় এক বাসিন্দা জানান, বাজারের সামনে কয়েকশো ভোটার কার্ড পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার জেলার একাধিক ঠিকানা রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে। এবার ভোটার কার্ড উদ্ধার হওয়ায় বিষয়টা অনেকেরই স্বাভাবিক লাগছে না। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনায় জঙ্গিযোগের আশঙ্কা প্রকাশ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
সুমন সাহা