TRENDING:

South 24 Parganas News: ভারতীয় যোগের চর্চা পাড়ায় পাড়ায়, বজবজে দেখা গেল মানব পিরামিড!

Last Updated:

ভারতীয় যোগের চর্চা এখন বিশ্বজুড়ে। সেই যোগ চর্চারই অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার বজবজে দেখা গেল মানব পিরামিড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শরীরকে সুস্থ ও সতেজ রাখতে চিকিৎসকরা প্রতিদিন যোগ ব্যায়াম করতে বলছেন। বর্তমানে সারা বিশ্বে ভারতীয় যোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর জন্য ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। অনেকেই যোগ কথাটা শুনলে বড় কিছু ভাবেন। কিন্তু বাংলার পাড়ায় পাড়ায় আজও বহু ছেলেমেয়ে নিয়মিত যোগ ব্যায়াম অনুশীলন করে। যোগ প্রশিক্ষকরা নিয়মিত আট থেকে আশি, অসংখ্য মানুষকে সুস্থ সবল থাকতে সাহায্য করেন। দক্ষিণ ২৪ পরগনার বজবজে অবস্থিত উদীয়মান তেমনই একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার, ৫ ফেব্রুয়ারি সেখানেই আয়োজিত হয়ে গেল এক বার্ষিক যোগ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার যৌথ আয়োজক ছিল 'যোগ প্রশিক্ষণ কেন্দ্র'।
যোগাসন
যোগাসন
advertisement

প্রশিক্ষক পলাশ খাঁড়ার তত্ত্বাবধানে প্রায় দেড়শ প্রতিযোগী এই যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাত্র তিন বছরের শিশু থেকে শুরু করে ৫০-৬০ বছর বয়সীরাও এই প্রতিযোগিতায় কঠিন কঠিন সব আসন তুলে ধরে দর্শকদের তাক লাগিয়ে দেন। প্রতিযোগিতার পাশাপাশি যোগ ব্যায়ামের মাধ্যমে মানব পিরামিডের মত প্রদর্শনীও তুলে ধরা হয় দর্শকদের সামনে, যা বুঝিয়ে দেয় দেশ-বিদেশের নানান শরীর চর্চার থেকে কোন‌ও অংশে পিছিয়ে নেই ভারতীয় যোগব্যায়াম।

advertisement

আরও পড়ুন: অশান্ত মুর্শিদাবাদে বড় সাফল্য পুলিশের, আগ্নেয়াস্ত্র সহ ৯ জন ধৃত

ফলতা, চেঙ্গাইল থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। প্রতিটি বিভাগে প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকারী পর্যন্ত পুরস্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হন মনামী দলুই। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে যোগব্যায়ামের প্রদর্শনী তুলে ধরে তাক লাগিয়ে দেয় মেয়েরাও।

advertisement

View More

এই যোগব্যায়াম প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভারতীয় যোগের চর্চা পাড়ায় পাড়ায়, বজবজে দেখা গেল মানব পিরামিড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল