স্থানীয় সূত্রে খবর, বাইক ও অটোতে করে শতাধিক যুবক এসে এলাকার ১৫-১৬টি বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালায়। ওই বাড়িগুলোর মহিলা সদস্যদের ব্যাপক মারধরও করে তারা। বহিরাগতরা কলকাতা পুরসভার১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ভাড়াটিয়াদের অভিযোগ, গোটা ঘটনার পিছনে আছে বাড়িওয়ালা। এই বিষয়ে তাঁরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশকে বারবার জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে ভাড়াটিয়াদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ এনেছে স্থানীয় বাসিন্দারাও৷
advertisement
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু, গুরুতর আহত বন্ধু
ওই ভাড়াটিয়াদের দাবি, তাঁরা ৩৫ বছরের বেশি সময় ধরে তারা ওই জায়গায় বসবাস করছেন৷ হঠাৎ কিছু লোক এসে তাঁদের ভয় দেখিয়ে উঠে যেতে বলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা আদালতের দারস্থ হয়েছেন। তারপরই এই হামলা বলে অভিযোগ। বহিরাগত যুবকদের হামলার সময় পুলিশকে খবর দেওয়া হলেও তারা অনেক দেরি করে এসেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, বাড়িওয়ালা-ভাড়াটিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাড়িওয়ালার অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে না। এদিন সকালে বাড়িওয়ালার কিছু শ্রমিক বাড়ি সারাতে গেলে ভাড়াটিয়ারা তাদের ওপর হামলা চালায়। তখন থেকেই ঘটনার সূত্রপাত। এরপর দুই পক্ষই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে পরস্পরের বিরুদ্ধে।
অর্পন মণ্ডল