TRENDING:

South 24 Parganas News: মাত্র ১৫০ টাকা খরচ! এই শীতেই ঘুরে আসুন গঙ্গাসাগর...ছুটি কাটানো থেকে তীর্থ দর্শন! কাটবে দারুণ

Last Updated:

আগের তুলনায় সমুদ্রতট অনেকটাই এগিয়ে এসেছে সাগরে। উল্টোদিকে বকখালিতে বেড়েছে সমুদ্রতট। ফলে অনেক পর্যটকই এখন পছন্দ করছেন সাগরের বেলাভূমিকে। এখন প্রতি সপ্তাহেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: দিঘা, বকখালির মতোই এখন পর্যটকদের কাছে টানছে গঙ্গাসাগরও। গঙ্গাসাগর এখন আর শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এখন তা বিশ্বমানের পর্যটনক্ষেত্র বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। গঙ্গাসাগরের যাত্রাপথ আগের মতো দুর্গম না থাকায় এখন অনেক সহজেই পৌঁছে যাওয়া যায় সাগরে। বছরের অন‍্যান‍্য সময়, বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় সাগরসঙ্গমে অত‍্যাধিক ভিড় থাকে। সে কারণে অনেকেই সে সময় পবিত্র তীর্থভূমি এড়িয়ে যান। তবে বছরের অন্যান্য সময় ভিড় অতটা না থাকায় বিনা সমস্যায়, শান্তিতে নির্দ্বিধায় গঙ্গাসাগর দর্শন করে আসা যায়।
advertisement

গঙ্গাসাগরের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে মন। বিস্তীর্ণ বেলাভূমি, সাগরসঙ্গম ও বঙ্গোপসাগরের জলরাশি ভাসিয়ে নিয়ে যায় নৈস্বর্গিক শান্তিময় পরিবেশে। পাশাপাশি কপিল মুনির আশ্রমে দর্শন তো থাকেই।

আরও পড়ুন: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার

আগের তুলনায় সমুদ্রতট অনেকটাই এগিয়ে এসেছে সাগরে। উল্টোদিকে বকখালিতে বেড়েছে সমুদ্রতট। ফলে অনেক পর্যটকই এখন পছন্দ করছেন সাগরের বেলাভূমিকে। এখন প্রতি সপ্তাহেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

advertisement

View More

গঙ্গাসাগরে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে আসতে হবে কাকদ্বীপে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ ট্রেনভাড়া ২৫ টাকা। কাকদ্বীপ স্টেশনে নামার পর টোটোয় করে লট নং ৮ এ পৌঁছাতে হবে৷ ভাড়া ২০ টাকা। সেখান থেকে ভেসেলে কচুবেড়িয়া, ভেসেল খরচ ৮ টাকা। এরপর প্রায় ৩০ কিমি আপনাকে বাসে করে যেতে হবে ভাড়া মাত্র ৩০ টাকা।

advertisement

আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?

চাইলে অন‍্য একটি পথেও যেতে পারেন গঙ্গাসাগর৷ সেক্ষেত্রে, শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা যেতে হবে। ভাড়া সেই ২৫ টাকা। এরপর নামখানার নারায়ণপুর ঘাট থেকে বেণুবন ঘাটে পৌঁছাতে হবে৷ ভাড়া ৩২ টাকা এরপর সেখান থেকে টোটোয় করে ১২ কিমি পথ যেতে হবে ভাড়া মাত্র ৫০ টাকা। যে দিক থেকেই যান মাত্র ১৫০ টাকার মধ‍্যেই পৌঁছে যেতে পারেন সাগরে। তাহলে আর অপেক্ষা কীসের? শীতের ছুটিতে ঘুরে আসুন সাগরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাত্র ১৫০ টাকা খরচ! এই শীতেই ঘুরে আসুন গঙ্গাসাগর...ছুটি কাটানো থেকে তীর্থ দর্শন! কাটবে দারুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল