Giriraj Singh | Mamata Banerjee: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷
কলকাতা: কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবের উদ্বোধনী মঞ্চে সলমন, সোনাক্ষীদের সঙ্গে মঞ্চে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মঙ্গলবার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে একটি ‘মন্তব্য’ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য ছিল, ‘‘উনি (মমতা) তো এখন তৃতীয় কোনও দুনিয়া রয়েছেন৷’’ গিরিরাজের এ ধরনের মন্তব্যের প্রতিবাদে এবার বিধানসভা অধিবেশন চলাকালীনই প্রতিবাদে মুখর হলেন তৃণমূলের মহিলা বিধায়কেরা৷ তাঁদের পাল্টা প্রশ্ন, ‘‘মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’
গত মঙ্গলবারই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবের৷ অন্যবারের মতো এদিনের উৎসবে যোগ দিতে পারেননি অমিতাব বচ্চন এবং শাহরুখ খান৷ তবে তাতে তারকা সমাবেশে কোনও ঘাটতি পড়েনি৷ কিং খানের অভাব পূরণ করে দিয়েছেন বলিউডের ভাইজান সলমন খান৷ সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা এবং শত্রুঘ্ন সিনহাও৷ উদ্বোধনী মঞ্চেই এবারের ফিল্মোৎসবের থিম সঙের সঙ্গে সলমন-সোনাক্ষীদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মমতাকে৷
advertisement
Nero fiddled while Rome burnt !
WB CM is Nero 2.0. She is dancing as WB is reeling under tremendous financial burden & limitless corruption !!! pic.twitter.com/tMyxV5uscC— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 6, 2023
advertisement
এদিন বুধবারের বাতিল হয়ে যাওয়া ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ও মমতার এবিষয়ে মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বেনজির ভাবে আক্রমণ করেন মমতাকে৷ বলেন, ‘‘রাজ্য যখন একের পর এক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে, তখন তিনি তৃতীয় কোনও দুনিয়া অবস্থান করছেন৷ সলমনদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন৷’’
advertisement
গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷
আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?
এদিন বিধানসভা অধিবেশন চলাকালীনও গিরিরাজের মন্তব্যের প্রসঙ্গ তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল শুরু হয়েছে৷ যার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রদেশের মানুষ এসেছেন৷ গতকাল সলমন খান এসেছিলেন৷ আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন৷ এটা যথাযথ নয়। মমতা বন্দোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন৷ বিশেষ করে সলমন খানের অনুরোধে৷ তা নিয়ে যে ভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এটা অত্যন্ত অপমানজনক কথা৷ একটা নারীকে অপমান করা মানে নিজের মা’কে অপমান করা৷ এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না রাজ্যের মানুষ। ’’
advertisement
আরও পড়ুন: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দুর! ৫ কোটির মানহানি মামলায় নির্দেশ উচ্চ আদালতের
অন্যদিকে শশী পাঁজাকেও এ নিয়ে তীব্র প্রতিবাদ করতে শোনা যায় বিধানসভায়৷ মন্ত্রী বলেন, ‘‘২০২১ সালে বারবার মোদি এসেছেন। যে ভাষায় ‘দিদি ও দিদি’ বলেছিলেন তা যথেষ্ঠ অশালীন ছিল৷ এই গিরিরাজ সিং মহিলাদের টাকা বন্ধ করে দিয়েছেন অন্যায় ভাবে৷ যাঁরা মহিলাদের বিরুদ্ধে থাকে, তাঁদের দলের সাংসদ হলেন ব্রিজভূষণ৷ যদিও তিনি আছেন স্বপদে৷ আর কুস্তিগীররা রাস্তায় বসে আছেন। এই ভিডিও ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। এরা নারীকে সম্মান করবে? এরা নারী বিদ্বেষী। বাংলা তার নিজের মেয়েকে চায়। ভারত নিজের মেয়েকে সম্মান করতে জানে৷ মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 06, 2023 6:25 PM IST