স্থানীয় এক বাড়িতে এই ভয়ঙ্কর বিষধর কখন ঢুকে পড়েছিল কেউ জানে না। পরিবারের এক যুবক বাড়ির মধ্যে অস্বাভাবিক আওয়াজ শুনতে পান। তাঁর সন্দেহ হয়। তিনি গ্রামবাসীদের বিষয়টি বলেন। তাঁরা এসে খোঁজাখুঁজি করতেই বেরিয়ে আসে ৪ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ। এরপর তাকে ধরার চেষ্টা করে গ্রামবাসীরা। সেই সঙ্গে খবর দেওয়া হয় বনকর্মীদের। প্রথমে কিছুতেই সাপটি ধরা সম্ভব হচ্ছিল না। শেষে একটি মাছ ধরার জাল এনে তাকে ধরা হয়। পরে বনকর্মীরা এলে তাদের হাতে বিষধর সাপটি তুলে দেয় এলাকার মানুষ।
advertisement
আরও পড়ুন: সুভাষ সরকারের হাত ধরে বাঁকুড়া স্টেশনে লিফট পরিষেবা শুরু
সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন ৪ ফুট দৈর্ঘ্যের চন্দ্রবোড়া সাপটি কাউকে ছোবল মারলে ভয়ঙ্কর বিপদ হতে পারত। তবে জয়নগরে কীভাবে সাপটি এল তা নিয়েও কিছুটা হলেও বিস্মিত বিশেষজ্ঞরা। কারণ ওই পরিবেশে এই ধরনের সাপ দেখতে পাওয়ার কথা নয়।
সুমন সাহা