আরও পড়ুন: দলের ‘বিদ্রোহে’ অনুব্রত ঘনিষ্ঠ পুরপ্রধানের পদ ছাড়লেন, ইস্তফা কাউন্সিলরের দায়িত্ব থেকেও
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জাকির পুরকাইতের মাটির বাড়ি ভেঙে গিয়ে পড়ে প্রতিবেশী জালাল পুরকাইতের পাকা বাড়ির উপর। তাতেই ঘটে বড় দুর্ঘটনা। হঠাৎ করে বাড়ি ভেঙে পড়ায় ঘর থেকে বাইরে বের হতে পারেননি অনেকেই। এই ঘটনায় পরিবারের এক কিশোর গুরুতর আহত হয়। আহতের নাম জামাল পুরকাইত। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্তারা। ভেঙে পড়া বাড়ির মালিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা। এদিকে সুন্দরবন এলাকায় প্রবল বৃষ্টি হওয়ায় যাদের কাঁচা মাটির বাড়ি তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ে অনেকেই মাটির বাড়ি ছেড়ে স্থানীয় স্কুল, ক্লাবে আশ্রয় নেন।
নবাব মল্লিক