আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখেই ফুল বদল! তৃণমূল ছেড়ে বিজেপিতে স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কয়েকজন গ্রামবাসী একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরাই গ্রামের বাকিদের খবর দেন। কৌতূহলে ওই গাছতলায় ভিড় জমতে শুরু করে। গ্রামবাসীদের মধ্যেই থেকেই কয়েকজন খবর দেয় ঘোড়ামারা পুলিশ ক্যাম্পে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
স্থানীয় সূত্রে খবর, দেহটি যে গাছ থেকে ঝুলছিল সেই গাছের তলা থেকে পুলিশ একটি জামা কাপড়ের ব্যাগ উদ্ধার করেছে। যা থেকে আরও সন্দেহ দৃঢ় হয়েছে যে তিনি বাইরে থেকে এসেছিলেন। কিন্তু আত্মহত্যা যদি উদ্দেশ্য হয় তবে কেন এমন প্রত্যন্ত এলাকায় এসে এই ঘটনা ঘটালেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এটি খুনের ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল পাঠানো হয়।
বিশ্বজিৎ হালদার