TRENDING:

South 24 Parganas News: সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে এসে দিশেহারা মূক-বধির, সাগর থেকে বাড়ি ফেরাল হ্যাম রেডিও

Last Updated:

ব্যক্তির বাড়ি অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বেলেপল্লী গ্রামে। ব্যক্তির নাম ভেমুলা ভেঙ্কটস্বামী (৫৯)। প্রিয়জনকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: গঙ্গাসাগর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কপিলমুনির আশ্রম, মনে পড়ে সাগর মেলার কথা। লক্ষ, লক্ষ মানুষের ভিড়ে সে সময় মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে এই সাগর।
বাড়ি ফিরছেন ভেঙ্কটস্বামী
বাড়ি ফিরছেন ভেঙ্কটস্বামী
advertisement

এই মানুষের ভিড়ে প্রিয়জনের থেকে একটু আড়াল হলেই হারিয়ে যাওয়ার ভয় থাকে সবসময়। আবার তিনি যদি হন মূক ও বধির, তাহলে বিপদের আশঙ্কা আরও বেশি। প্রিয়জনকে খুঁজে বের করাই সে সময় চ্যালেঞ্জ হয়ে ওঠে।

এবার সেই অসাধ্য সাধন করল ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব। গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া এক মূক ও বধিরের ইঙ্গিত শুনে কিছু তথ্য জোগাড় করে শুরু হয় অনুসন্ধানের কাজ।

advertisement

আরও পড়ুন-  Weather Update: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি

View More

আরও পড়ুন -  রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের

পরে জানা যায় ওই ব্যক্তির বাড়ি অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বেলেপল্লী গ্রামে। ব্যক্তির নাম ভেমুলা ভেঙ্কটস্বামী (৫৯)। প্রিয়জনকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। ভয়ে খিদের জ্বালায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, কথা না বলতে পারায় শুধুই কাঁদছিলেন।

advertisement

একজন মানুষ যিনি কথা বলতে পারেন না, লিখতে পারেন না, ইঙ্গিতে কিছু বলছেন আর আবেগে কেঁদে ফেলছেন। সে সময় ওই ব্যক্তির বাড়ি খুঁজে বের করা কঠিন চ্যালেঞ্জ। যদিও সেই সমস্যার সমাধান করেছেন হ্যাম রেডিও-র সদস্য, পেশায় শিক্ষক দিবস মণ্ডল।

শুক্রবার ওই ব্যক্তির ছেলে ভেমুলা রামবাবুর হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। সে সময় সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ইন্দ্রবদন ঝা, কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক আধিকারিকগণ। হারানো ব্যক্তিকে খুঁজে পেয়ে খুশি তাঁর পরিবারের লোকজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে এসে দিশেহারা মূক-বধির, সাগর থেকে বাড়ি ফেরাল হ্যাম রেডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল