তীব্র গরমের মধ্যে এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। রবিবার দুপুরে জয়নগর দু'নম্বর ব্লক এ বকুলতলা থানার বিভিন্ন এলাকায় এই ধরনের শিলা বৃষ্টি দেখা গেল। শিলা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ।
advertisement
বেশ কিছুক্ষণ ধরে চলল এই শিলাবৃষ্টি। এলাকার মানুষ এই ধরণের ছবিকে ক্যামেরাবন্দি করে রাখল অনেকেই। বরফের দেশের স্বাদ নিল জয়নগর এলাকার বকুলতলার সাধারণ মানুষ।
আরও দেখুন - Today's Weather Update: দুই বঙ্গেই তোলপাড়, বেলা বাড়লেই নাটকীয় মোড়, হু হু হাওয়া, ধামাল বৃষ্টি, রইল ভিডিও
তবে এই শিলাবৃষ্টির কারণে সাময়িক যতটা আনন্দ পাচ্ছে মানুষ। তার মধ্যে কিন্তু বিভিন্ন ফলের ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের। যার কারণ শিলাবৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতি আম গাছের হবে বলে এমনটাই কিন্তু মনে করছে কৃষি বিজ্ঞানীরা। যার কারণ এই শিলা বৃষ্টি আমের গায়ে পড়লে সেই জায়গাটি নষ্ট হয় যাওয়ার সম্ভাবনা থাকে। আর যার জেরে ফলন কম হলে আমের দাম অনেকটাই বাড়বে বলে মনে করছে।
Suman Saha