আরও পড়ুন: জেলবন্দি ছেলের মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচ দিন, এখন দেহ পেল না পরিবার
মসজিদ বাটিতে গিয়ে দেখা গেল সেখানকার প্রতিটি নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েতকে নলকূপ সারানোর কথা বললেও কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এই তীব্র গরমে কয়েক কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে। এই অবস্থায় মসজিদ বাটি গ্রামের মানুষ আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে। তাঁরা এই গরমে একফোঁটা জল না পেলেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ট্যাঙ্কের জলের সাহায্যে গ্রামের শাসক দল ঘনিষ্ঠরা চাষের জমিতে জলসেচ করছেন।
advertisement
পঞ্চায়েতের তরফে বেছে বেছে পঞ্চায়েত সদস্য ও শাসকদলের নেতাদের বাড়ির সামনে জলের ড্রাম বসানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, অন্যান্য এলাকায় জনসঙ্কট দেখা দিলে সেখানে জল ভর্তি ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে প্রশাসন। কিন্তু তাঁদের এলাকায় বেছে বেছে শাসকদলের নেতাদের জল দেওয়া হচ্ছে, বাকিরা জল না পেয়ে প্রবল কষ্টে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামের মানুষ।
সুমন সাহা