অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে নকল সোনা বিক্রি করত বলে জানতে পেরেছে পুলিশ। এই নকল সোনা কেনাবেচার চক্রের পর্দাফাঁস করে বড় সাফল্য পেয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ফ্রেজারগঞ্জ থানার পুলিশের কাছে সুত্র মারফত খবর আসে যে বকখালির একটি হোটেলে কয়েকজন মিলে নকল সোনার অবৈধ লেনদেন করছে। এরপরই ওসি ফ্রেজারগঞ্জ পুলিশ বাহিনী নিয়ে ওই হোটেলে অভিযান চালায়। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: কালো কাচ ঢাকা গাড়িতে এসব কী চলছিল? তাও ভর সন্ধেয়! বিন্দু মাত্র ভয় নেই! জানুন
তল্লাশির সময় প্রায় ৫০০ গ্রাম সোনালী রঙের পিন উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনালি পিন নকল সোনা বলে স্বীকার করে নেয় অভিযুক্তরা। এই নকল সোনা বিক্রির জন্য গুজরাট ও রাজস্থানের দুই বাসিন্দাকে ডাকা হয়েছিল। তাদের নাম বিমলকুমার মোহনলাল গাগলানি ও অরুমুগাম। তাদেরকেও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। বাকিরা দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, মথুরাপুর ও মন্দিরবাজার এলাকার বাসিন্দা। এরা হল মারুফ হোসেন মোল্লা, আবিদ হোসেন মোল্লা, সাহাজুল মিস্ত্রি ও সাহারুখ সেখ। ধৃত ৬ জনকে শুক্রবার কাকদ্বীপ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নবাব মল্লিক