Siliguri News: কালো কাচ ঢাকা গাড়িতে এসব কী চলছিল? তাও ভর সন্ধেয়! বিন্দু মাত্র ভয় নেই! জানুন

Last Updated:

Siliguri News: কালো কাচ ঢাকা গাড়িতে এসব কী চলছিল? দু'জনকে হাতে নাতে গ্রেফতার! গোটা ঘটনায় চমকে যাবেন!

+
গাড়ি

গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

#ফুলবাড়ি : আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল ক্যানাল মোড় ট্রাফিক আউট পোস্ট ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ি ক্যানাল রোড দিয়ে যাওয়ার পথে নাউয়াপাড়ার কাছে দু'জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আকাশ দে (২২) ও শের আলি ( ২০ )। দু'জনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায় । তবে আকাশ শিলিগুড়ির প্রধাননগর এলাকায় ভাড়া বাড়িতে থাকে । এনজেপি ট্রাফিক ও আমবাড়ি ফালাকাটা পুলিশের সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা ছয়টায় রাজগঞ্জের নাওয়া পাড়া ট্রাফিক পয়েন্টে এনজেপি ট্রাফিক ও আমবাড়ি ফাঁড়ি পুলিশের যৌথ উদ্যোগে নাকা চেকিং করছিল ।
সেই সময় একটি চার চাকা কালো কাচ গাড়িকে থামাতে বললে, গাড়িটি পালিয়ে যেতে চায়। গাড়িটি পালিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয় । তারপর গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি করতেই গাড়ি থেকে একটি ৯ এম এমপিস্তল পাওয়া যায়, গাড়িতে থাকা দু'জনকে তৎক্ষণাৎ আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাড়ির পুলিশ গ্রেফতার করে ।
advertisement
advertisement
জানা গিয়েছে ধৃত দু,জন আকাশ দে ও শের আলি বাড়ি ডালখোলা, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, ধৃতদের রিমান্ডে আনার জন্য আবেদন করবে । ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।পিস্তলটি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কালো কাচ ঢাকা গাড়িতে এসব কী চলছিল? তাও ভর সন্ধেয়! বিন্দু মাত্র ভয় নেই! জানুন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement