শুধুমাত্র হরিনাম সংকীর্তন নয়, টানা ১৯ বছর ধরে সাগরমেলায় পুণ্যার্থীদের নানা ধরনের পরিষেবা দিয়ে চলছে ইসকন। গত ১০ জানুয়ারি থেকে সাগরমেলায় পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ, চিকিৎসা শিবির, বস্ত্র বিতরণ ও গীতা বিতরণ করছে তারা।
আরও পড়ুন : শীতকালে ‘টিউবওয়েলের’ জল গরম থাকে কেন…? ‘আসল’ কারণ জানেন না ৯০%! আপনি ‘ঠিক’ জানেন তো?
advertisement
এই কাজ চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষাধিক পুণ্যার্থীকে প্রসাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে। ইসকনের প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত কাজ করে চলেছেন সেজন্য। সংস্থার পক্ষ থেকে পূণ্যার্থীদের জন্য মেলায় রাত্রিকালীন বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এবারের সাগরমেলায় বিশ্বশান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরনে প্রতিদিন সমুদ্র সৈকতে মহা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তাঁদের উদ্যোগেই। সাগরমেলায় ইসকনের এই কর্মসূচি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। আগামী দিনে এর থেকে আরও বড় আকারে কর্মসূচি তারা গ্রহণ করতে চলেছে বলে জানিয়েছেন ইসকনেল কর্মকর্তারা।
নবাব মল্লিক