গঙ্গাসাগরে বিনামূল্যে প্রসাদ, চিকিৎসা! ৩০ জন বিদেশি নিয়ে হরিনাম সংকীর্তন! নজরে ইসকন

Last Updated:

Gangasagar Mela 2024: ৩০ জন বিদেশি নিয়ে হরিনাম সংকীর্তন, লক্ষাধিক মানুষকে একসপ্তাহ ধরে বিণামূল্যে প্রসাদ বিতরণ, বিণামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিল ইসকন।

+
বিদেশি

বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তন 

গঙ্গাসাগর: ৩০ জন বিদেশি নিয়ে হরিনাম সংকীর্তন, লক্ষাধিক মানুষকে একসপ্তাহ ধরে বিণামূল্যে প্রসাদ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিল ইসকন। এবছর মেলায় বিদেশি পূণ্যার্থীদের হরিনাম সংকীর্তন নজর কেড়েছে সকলের। যার ফলে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় উঠছে এই গঙ্গাসাগর মেলা তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধুমাত্র হরিনাম সংকীর্তন নয়, ‌টানা ১৯ বছর ধরে সাগরমেলায় পুণ্যার্থীদের নানা ধরনের পরিষেবা দিয়ে চলছে ইসকন। গত ১০ জানুয়ারি থেকে সাগরমেলায় পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ, চিকিৎসা শিবির, বস্ত্র বিতরণ ও গীতা বিতরণ করছে তারা।
advertisement
advertisement
এই কাজ চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষাধিক পুণ্যার্থীকে প্রসাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে। ইসকনের প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত কাজ করে চলেছেন সেজন্য। সংস্থার পক্ষ থেকে পূণ্যার্থীদের জন্য মেলায় রাত্রিকালীন বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এবারের সাগরমেলায় বিশ্বশান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরনে প্রতিদিন সমুদ্র সৈকতে মহা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তাঁদের উদ্যোগেই। সাগরমেলায় ইসকনের এই কর্মসূচি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। আগামী দিনে এর থেকে আরও বড় আকারে কর্মসূচি তারা গ্রহণ করতে চলেছে বলে জানিয়েছেন ইসকনেল কর্মকর্তারা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
গঙ্গাসাগরে বিনামূল্যে প্রসাদ, চিকিৎসা! ৩০ জন বিদেশি নিয়ে হরিনাম সংকীর্তন! নজরে ইসকন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement