স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচুবেড়িয়া থেকে একটি ম্যাজিক ভ্যান পুণ্যার্থী বোঝাই করে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে একটি অ্যাম্বুল্যান্স সজোরে এসে পুণ্যার্থী বোঝাই ম্যাজিক ভ্যানকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন ম্যাজিক ভ্যানে থাকা বেশ কয়েকজন পূণ্যার্থী।
আরও পড়ুনঃ কোচবিহারের 'এই' পঞ্চায়েত যেন রূপকথার ঠিকানা! স্থানীয়রা প্রশংসায় পঞ্চমুখ, জানুন কারণ
advertisement
স্থানীয় বাসিন্দারা আহত পূণ্যার্থীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মন্ত্রী বলেন, মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি। ইতিমধ্যেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে গিয়েছে। বর্তমানে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুল্যান্সের চালক ও ম্যাজিক গাড়ি চালক। ইতিমধ্যেই দুজনকে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।