Panchayat Election 2023|| কোচবিহারের 'এই' পঞ্চায়েত যেন রূপকথার ঠিকানা! স্থানীয়রা প্রশংসায় পঞ্চমুখ, জানুন কারণ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Panchayat Election 2023: উন্নয়নের কাজের নিরিখে স্থানীয় মানুষেরা পঞ্চায়েতের উপর দারুন প্রসন্ন হয়ে রয়েছেন। গোটা এলাকায় নিকাশি নালা পাকা করার কাজ হয়েছে।
#নিশিগঞ্জ: কোচবিহার জেলার একটি গ্রাম পঞ্চায়েত এলাকার নাম নিশিগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত। গোটা এলাকায় বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে উন্নয়নের কাজের নিরিখে স্থানীয় মানুষেরা যথেষ্ট খুশি হয়ে রয়েছেন।
উন্নয়নের কাজের নিরিখে স্থানীয় মানুষেরা পঞ্চায়েতের উপর দারুন প্রসন্ন। গোটা এলাকায় নিকাশি নালা পাকা করার কাজ হয়েছে। এ ছাড়াও হয়েছে রাস্তা সংস্কারের কাজ ও পানীয় জলের কাজ। এবং রাস্তার পাশে সৌর বিদ্যুৎ পরিচালিত পথবাতি বসানো হয়েছে গোটা এলাকায়।
সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে এই এলাকার মানুষেরা রীতিমত খুশি হয়ে রয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ওপর। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার স্থানীয় মানুষেরা এই পঞ্চায়েতকেই ফিরে পেতে চান। এলাকার অধিকাংশ স্থানীয় মানুষের বক্তব্য, "গোটা এলাকায় বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। কোনও কাজই প্রায় বাকি ছাড়া হয়নি এলাকায়। এলাকায় সৌর বিদ্যুৎ পরিচালিত জলের রিজার্ভার বসানো হয়েছে। এছাড়াও গোটা এলাকায় প্রচুর জলের কল বসানো হয়েছে। পাকা করা হয়েছে বেশ কিছু কাঁচা রাস্তা।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ের শীত নামছে সমতলেও, তুষারপাতের সম্ভাবনা শৈলশহরে? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস
কিছুদিন বাদেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে গোটা রাজ্যজুড়ে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আর কয়েক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তার আগে বিভিন্ন অবশেষ থাকা কাজ করার রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে। তবে এই এলাকা পঞ্চায়েতকে নিয়ে যেন অন্যরকম কথা বলেছে। এই এলাকার অধিকাংশ মানুষেরা না পাওয়া তালিকা থেকে অনেকটাই দূরে বসবাস করছেন।
advertisement
বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা এলাকার উন্নয়নের কাজের নিরিখে বেশ ভাল অবস্থায় রয়েছে গোটা এই গ্রাম পঞ্চায়েত এলাকা। তাই এই এলাকার পঞ্চায়েতের উপর স্থানীয় ও মানুষেরা অনেকটাই প্রসন্ন হয়ে রয়েছেন এই সকল কারণের জেরে। বর্তমানে এই এলাকার অধিকাংশ মানুষ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের এই পঞ্চায়েতকেই বিপুল ভোটে জয়ী করে আবার করে ফিরে পেতে চান।
advertisement
আরও পড়ুনঃ ফের চাকরি বিতর্কে বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা! ভাইরাল অডিও
নিশিগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় মানুষদের বক্তব্য, "গোটা এলাকায় পানীয় জলের যে তীব্র সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। এ ছাড়াও এলাকার বহু কাঁচা রাস্তা কে পাকা করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই এই পঞ্চায়েত এলাকা না পাওয়ার তালিকা থেকে অনেকটাই দূরে রয়েছে। ১০০ দিনের কাজও হয়েছে গোটা এলাকায়। এলাকার বহু মানুষেরা ১০০ দিনের কাজ করে উপকৃত হয়েছে।"
advertisement
তবে একটা কথা বলতেই হয়, যেখানে বেশিরভাগ পঞ্চায়েত এলাকার মানুষেরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন সেখানের গ্রাম পঞ্চায়েতের উপর। সেখানে কোচবিহার জেলার এই পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের উন্নয়নের কাজ কর্মের ফলে এবং গোটা এলাকার উন্নয়নের কারণে এলাকার সমস্ত মানুষের মন জয় করে নিয়েছে এই গ্রাম পঞ্চায়েত।
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 5:29 PM IST