Darjeeling Weather|| পাহাড়ের শীত নামছে সমতলেও, তুষারপাতের সম্ভাবনা শৈলশহরে? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Darjeeling Weather Forecast: শীতের প্রকোপ আরও কিছুদিন চলবে। দার্জিলিং পাহাড়ে আপাতত তুষারপাতের যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। তবে মাঘ মাসের শুরুতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়।
advertisement
advertisement
advertisement
*পাহাড়ের এবং সমতলের এই পার্থক্য কেন? আবহাওয়াবিদদের কথায়, সকালে কুয়াশা থাকলেও সমতলেও রয়েছে মেঘমুক্ত আকাশ। ফলে দিনের তাপমাত্রা বাড়তে বেশি সময় লাগছে না। রাতের বেলা তাপ বিকিরণ হচ্ছে ভূ-পৃষ্ঠ থেকে। কোনও বাধা না পেয়ে তা বায়ুমণ্ডলের নীচু স্তর পেরিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেকটা কমছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*কিন্তু এমনটা চলবে কতদিন? আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । তবে বুধবার থেকে দিন যত এগোবে, ততই কুয়াশা হালকা হবে। তবে শীতের প্রকোপ আরও কিছুদিন চলবে। দার্জিলিং পাহাড়ে আপাতত তুষারপাতের যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। তবে মাঘ মাসের শুরুতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়।' প্রতীকী ছবি।