কিছুদিন আগে আপৎমিত্র দের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হওয়ার পর এবার সাগরে ড্রাই রান শুরু করল এনডিআরএফ বাহিনী। আগেই সাগর মেলা উপলক্ষে এনডিআরএফ এর তিনটি টিম এসে পৌঁছেছে সাগরে। যাঁরা কচুবেড়িয়া, গঙ্গাসাগর ও বেনুবন পয়েন্টে মোতায়েন রয়েছেন। ইতিমধ্যে তাঁরা কাজ শুরু করেছেন। পূণ্যার্থীদের বিশ্বাস অর্জনে তাঁরা ভাসমান বোট নিয়ে পাহারাও দিচ্ছে।
advertisement
আরও পড়ুন - UPI Transaction Incentive: ইউপিআই ট্রানসকশনে ইনসেনটিভ, দুপুরেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র
আরও পড়ুন - হতে পারে বৃষ্টি, তুষারপাত, ভেঙে পড়ার আশঙ্কায় যেন কাঁটা হয়ে আছে যোশীমঠ
আর যা দেখে খুশি পূণ্যার্থীরা। শুধুমাত্র এনডিআরএফ নয় পূণ্যার্থীদের সহযোগিতায় সমস্ত লাইন ডিপার্টমেন্টের ড্রাই রান করা হচ্ছে বলে জানিয়েছেন সাগরের বিডিও সুদীপ্ত মন্ডল। এছাড়াও পিলগ্রিম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এ নিয়ে এনডিআরএফ-এর টিম লিডার রমেশ শর্মা জানিয়েছেন পূণ্যার্থীদের রক্ষা করাই তাঁদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন তাঁরা। সমস্তরকম পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এনডিআরএফ পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাঁদের তিনটি টিম সাগর মেলা প্রাঙ্গণ, কচুবেড়িয়া ও বেনুবন পয়েন্টে মোতায়েন করা হয়েছে। তাঁরা সর্বক্ষণ পূণ্যার্থীদের উপর নজর রেখেছে।
নবাব মল্লিক