TRENDING:

South 24 Parganas News: চৈত্র সংক্রান্তির গাজন আজও জনপ্রিয় এই এলাকায়

Last Updated:

আজও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানের কিছু গ্রামে গাজনের গান শোনা যায়। সবকিছু বদলে যাওয়ার যুগেও এখানকার মানুষগুলো সেই পুরনো ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করে চলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: চৈত্র মাস মানে গ্রীষ্মের পদধ্বনি। তবে এই সত্যিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। এখন চৈত্র মাসেই তীব্র উত্তাপে ফুটছে গোটা বাংলা। ঠিক একইভাবে বদলে যাওয়া সত্যি হল গ্রাম বাংলার গাজন গান। একসময় চৈত্র মাস মানেই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গাজন সন্ন্যাসীদের দেখা পাওয়া যেত। সেইসঙ্গে তাঁদের গলায় শোনা যেত গাজন গান। সেসব দিন গিয়েছে। এখন গাজনের গান মূলত চৈত্র সংক্রান্তির চড়কের মেলা ও পয়লা বৈশাখের মেলার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তাও বোধহয় গ্রাম বাংলার গাঁটে গোনা কিছু এলাকাতেই শোনা যায়।
advertisement

আর মাঝে দুটো দিন, শনিবার পয়লা বৈশাখ। তার আগে প্রস্তুতি তুঙ্গে উঠেছে গাজন শিল্পীদের। আজও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানের কিছু গ্রামে গাজনের গান শোনা যায়। সবকিছু বদলে যাওয়ার যুগেও এখানকার মানুষগুলো সেই পুরনো ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করে চলেছেন।

আরও পড়ুন: চিকিৎসক ও নার্সের গাফিলতিতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ

advertisement

বাংলার লোকসংস্কৃতির মধ্যে গাজনের গান অন্যতম। তবে আধুনিকতার যুগে এই প্রাচীন সংস্কৃতি অবলুপ্তের পথে। মূলত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে গাজনের গান গাওয়া হয়। এই গানের সঙ্গে গাজন সন্ন্যাসীরা জমিয়ে নিজেদের মতো করে নাচেন। শিব-পার্বতীর নানান ঘটনা গাজন গানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়।

View More

চৈত্র মাসে হয় বলে গ্রাম বাংলার মানুষ একে চৈতি গাজন‌ও বলে। চৈত্রের শুরু থেকেই চলে প্রস্তুতি। নানান সাজে গাজন গান পরিবেশন করেন গাজন সন্ন্যাসী শিল্পীরা। আজ‌ও জয়নগরের বিভিন্ন গ্রামে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে গাজন গানের আসর বসে। জয়নগরের শাহজাদাপুরে টানা তিন দিন ধরে চলবে এই গাজন গান। পিছিয়ে পড়া প্রান্তিক মানুষরাই মূলত গাজন সন্ন্যাসী হন এবং গাজনের গান করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চৈত্র সংক্রান্তির গাজন আজও জনপ্রিয় এই এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল