আগুন লাগার ঘটনায় সকাল ৬.১৫-র গঙ্গাসাগর স্পেশাল ট্রেন ২৫ মিনিটের মত দেরিতে ঢোকে সোনারপুরে। এর পরের ট্রেনটিও দেরিতে ছাড়ে। যদিও লাইনে আগুন না লাগায় বাঘাযতীন দিয়ে ধীরে ট্রেন চালানো হচ্ছে।
প্ল্যাটফর্মের উপরে থাকা অস্থায়ী দোকানো অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে রেল চলাচল, চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আগুন লাগে বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে, পুড়ে ছাই অস্থায়ী কাপড়ের দোকান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় প্রথমে হাত লাগান। এর পর পুলিশ ও দমকলে খবর যায়।
advertisement
গঙ্গাসাগরের কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। পরবর্তী ট্রেন চলাচলে যাতে কোনওভাবেই প্রভাব না পড়ে সেই দিকটি দেখা হচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।
গঙ্গাসাগর উপলক্ষ্যে রেলের পক্ষ থেকে ১২৬টি স্পেশাল ট্রেন শিয়ালদহ ডিভিশনে দেওয়া হচ্ছে। ১২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে গোটা এলাকায়। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। ব্যবহার করা হবে থার্মাল-ইমেজিং ড্রোন।






