মেলার নিরপত্তা ও পুলিশ ছাড়াও জাতীয় সড়কের উপর যেসব জায়গায় বাফার জোন করা হয়েছে, সেখানে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।
পৈলান থেকে হটুগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গায় ২২টি অস্থায়ী পুলিশ বুথ বসানো হয়েছে।
পুণ্যার্থীদের যে কোনও প্রয়োজনে এখান থেকে সাহায্য করা হচ্ছে।
advertisement
নজরদারির জন্য প্রশিক্ষিত অস্থায়ী হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার এবং অন্য জেলা থেকে আসা একাধিক পুলিশকর্মী রয়েছেন।
গোটা রাস্তায় রাখা হয়েছে সাতটি ব্রেক ডাউন ভ্যান।
গঙ্গসাগর মেলা পর্যন্ত জাতীয় সড়কের উপর হকারদের বসতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে বেআইনি পার্কিং বা অটো স্ট্যান্ডও রাখা যাবে না বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যে যেসব জায়গায় এমন দখলদারি ছিল, সেগুলি সরিয়ে ফেলা হয়েছে।
জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াচ টাওয়ার করা হয়েছে।
দিনে এবং রাতে পর্যাপ্ত পুলিশকর্মীর মাধ্যমে নজরদারি চালানোই লক্ষ্য পুলিশের। এবছর নিরপত্তার দিকটি বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। ফলে সমস্ত দিকেই চলছে নজরদারি।
