কিন্তু তার বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই খবর পাওয়ার পর দ্রুত ওই শিশুর পরিচয় উদ্ধারের কাজ শুরু করা হয়। দ্রুত খবর দেওয়া হয় মেলা অফিসার সহ অন্যান্য প্রাশাসনিক আধিকারিকদের। এরপর একজন মেয়ে এসে বাচ্চাটি তার বলে দাবি করে। ওই মেয়েটির নাম মেঘনা দাস। তবে বাচ্চাটি মেয়েটির কাছে যেতে চাইছিল না। ঘটনাটি সন্দেহ হওয়ায় দ্রুত খবর দেওয়া হয় পুলিশে।
advertisement
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টি নজর রাখে। পরে জানা যায় মেয়েটি বাংলাদেশের দক্ষিণ হাতিয়া থেকে সাগরে এসেছিল। লোকের মাধ্যমে সাগরে এসে হারিয়ে ফেলে শিশুটিকে। এদিকে শিশুটিও বিরক্ত হয়ে ওঠে মায়ের প্রতি। সমস্ত ঘটনায় ঘাবড়ে যায় ওই মহিলা। মহিলার পরিচয় নিশ্চিত হওয়ার পর লট এইটে হ্যাম রেডিও অপারেটর দেবদত্ত মুখার্জি পুলিশের হাতে তাদের হস্তান্তরিত করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে পুলিশ পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হয় এবং কীভাবে ওই মহিলাকে ফেরানো হবে সেই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। হ্যাম রেডিওর পদক্ষেপে দ্রুত ওই শিশুর পরিচয় নিশ্চিত করা গিয়েছে। ফলে মেলায় নিশ্চিত হারানোর হাত থেকে বাংলাদেশের এক শিশুকে রক্ষা করা গিয়েছে। মেলা থেকে তাদের নিরাপদে ফিরিয়ে দেওয়াই এখন লক্ষ্য প্রশাসনের।






