South 24 Parganas News: চিকিৎসক ও নার্সের গাফিলতিতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ
- Published by:kaustav bhowmick
Last Updated:
সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়ে শিশুটির পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। শিশুটির পরিবারের দাবি, সঠিক চিকিৎসা হলে তাঁদের সন্তান বেঁচে যেত।
দক্ষিণ ২৪ পরগনা: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া ৯ মাসের এক শিশুর মৃত্যু হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবারের অভিযোগ, চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে শিশুটির দেখভাল করেননি। বারবার আবেদন করা সত্ত্বেও তাঁরা পরিবারের আর্জিতে কান দেননি। ফলে একপ্রকার বিনা চিকিৎসাতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়ায়।
সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়ে শিশুটির পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। শিশুটির পরিবারের দাবি, সঠিক চিকিৎসা হলে তাঁদের সন্তান বেঁচে যেত।
advertisement
এদিকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ছুটে আসে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তাঁরা হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানাবেন। এই বিষয়ে কাকদ্বীপ হাসপাতালের সুপার কৃষেন্দু বিশ্বাস জানান, অভিযোগ পেলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হবে। উল্লেখ্য, বুধবার সকালে কাকদ্বীপ হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে এক রোগী নিখোঁজ হয়ে গিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা।
advertisement
বিশ্বজিৎ হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চিকিৎসক ও নার্সের গাফিলতিতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ