স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিছানো হয়েছিল বৈদ্যুতিক তার। আর সেই তারেই এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চারটি সারমেয়র। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। কুলতলি থানার জালাবেড়িয়া ২ পঞ্চায়েতের সিকিরহাট পশ্চিম গাবতলায়। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারমেয়গুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত ভবসিন্দু মণ্ডল কে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পশ্চিম গাবতলা এলাকার বাসিন্দা ভবসিন্দু মণ্ডলের ধানের ক্ষেত আছে।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীতে মাছের ভেড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য
সেই ক্ষেতে ধানের বীজ ইঁদুর নষ্ট করে দিচ্ছে এই কারনে ধানক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে বিছিয়ে রেখেছিলেন ভবসিন্দু বাবু। আর এর জেরেই এক পোষা সারমেয় সহ চারটি কুকুর মারা যায়। এদিন সকালে এলাকার লোকজন খালের ধারে রাস্তায় সারমেয় পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তর কড়া শাস্তির দাবি করেছেন। প্রসঙ্গত, কুলতলিতে ধানক্ষেতে, সবজিক্ষেতে বৈদ্যুতিক তার দেওয়ার প্রবণতা রয়েছে। এর জেরেই ওই এলাকাতে নিরাপদ মণ্ডল বলে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুও ঘটেছিল। তারপরেই ধানক্ষেতে বৈদ্যুতিক তার দেওয়ার ঘটনা চলছে।
Suman Saha





