TRENDING:

West Bengal News: হঠাৎ ট্রলারে উঠে পড়ল বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা, তুলে নিয়ে গেল সব মাছ! আটক অনেক ভারতীয়

Last Updated:

West Bengal News: আবারও ৯ মৎস্যজীবী সহ ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারটির নাম এফবিএনি। বারবার এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন মৎস্যজীবীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আবারও ৯ মৎস্যজীবী-সহ ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারটির নাম এফবিএনি, বারবার এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন মৎস্যজীবীরা।
ট্রলার এফবি এনি 
ট্রলার এফবি এনি 
advertisement

আটক মৎস্যজীবীদের শুক্রবার বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই ট্রলারটি গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় ছিল। সেখানে গিয়ে তাদেরকে ধরা হয়েছে বলে অভিযোগ। এর আগেও একাধিকবার এই অভিযোগ করেছেন ভারতীয় মৎস্যজীবীরা। এর আগে ১৭ অক্টোবর একটি ভারতীয় ট্রলারকে আটক করেছিল তারা। তার আগে জুলাই মাসে ২টি, অগাস্ট মাসেও একটি ট্রলারকে আটক করা হয়।

advertisement

আরও পড়ুন: পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা, জানাল হাই কোর্ট

ওই ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন (১৫০০ কেজি) টুনা ফিস ছিল। সেগুলি সবই বাংলাদেশে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের দাবি ট্রলারটি ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে ছিল। টহলরত বাংলাদেশ নৌবাহিনীর আধিকারিকরা তাদের ধাওয়া করে ধরে। যদিও এই দাবি মানতে নারাজ ভারতীয় মৎস্যজীবীরা। আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের ধরা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: ঠিক যা শাস্তি দিয়েছিল ভারত, পাকিস্তানকে একই শিক্ষা দিল আফগানিস্তান! হাহাকার দশা শরিফদের, কী করল আফগান সরকার?

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

এবছর এই ঘটনা বেড়েছে। ফলে মৎস্যজীবীদের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করছে মৎস্যজীবী সংগঠনগুলি। এই ঘটনার প্রতিকারের দাবি তুলেছেন তাঁরা। আগে আটকে পড়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনার দাবিও তোলা হয়েছে। বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সকলেই একসঙ্গে এই কাজ করছে। জোর করে ট্রলার আটক, মৎস্যজীবীদের হয়রানির মত কাজ করছে তারা। বাংলাদেশের দাবি তাদের জলসীমায় প্রবেশের জন্য এই কাজ করছে তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হঠাৎ ট্রলারে উঠে পড়ল বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা, তুলে নিয়ে গেল সব মাছ! আটক অনেক ভারতীয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল