West Bengal News: হঠাৎ ট্রলারে উঠে পড়ল বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা, তুলে নিয়ে গেল সব মাছ! আটক অনেক ভারতীয়
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
West Bengal News: আবারও ৯ মৎস্যজীবী সহ ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারটির নাম এফবিএনি। বারবার এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন মৎস্যজীবীরা।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আবারও ৯ মৎস্যজীবী-সহ ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারটির নাম এফবিএনি, বারবার এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন মৎস্যজীবীরা।
আটক মৎস্যজীবীদের শুক্রবার বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই ট্রলারটি গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় ছিল। সেখানে গিয়ে তাদেরকে ধরা হয়েছে বলে অভিযোগ। এর আগেও একাধিকবার এই অভিযোগ করেছেন ভারতীয় মৎস্যজীবীরা। এর আগে ১৭ অক্টোবর একটি ভারতীয় ট্রলারকে আটক করেছিল তারা। তার আগে জুলাই মাসে ২টি, অগাস্ট মাসেও একটি ট্রলারকে আটক করা হয়।
advertisement
advertisement
ওই ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন (১৫০০ কেজি) টুনা ফিস ছিল। সেগুলি সবই বাংলাদেশে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের দাবি ট্রলারটি ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে ছিল। টহলরত বাংলাদেশ নৌবাহিনীর আধিকারিকরা তাদের ধাওয়া করে ধরে। যদিও এই দাবি মানতে নারাজ ভারতীয় মৎস্যজীবীরা। আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের ধরা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তাঁরা।
advertisement
এবছর এই ঘটনা বেড়েছে। ফলে মৎস্যজীবীদের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করছে মৎস্যজীবী সংগঠনগুলি। এই ঘটনার প্রতিকারের দাবি তুলেছেন তাঁরা। আগে আটকে পড়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনার দাবিও তোলা হয়েছে। বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সকলেই একসঙ্গে এই কাজ করছে। জোর করে ট্রলার আটক, মৎস্যজীবীদের হয়রানির মত কাজ করছে তারা। বাংলাদেশের দাবি তাদের জলসীমায় প্রবেশের জন্য এই কাজ করছে তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 7:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হঠাৎ ট্রলারে উঠে পড়ল বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা, তুলে নিয়ে গেল সব মাছ! আটক অনেক ভারতীয়

