অপরদিকে, এদিন সাগর মেলা অফিসে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, জগৎগুরু শঙ্করাচার্য ও অন্যান্য ধর্মীয় গুরুরা সাগরে পবিত্র স্নানে অংশ নিয়েছেন। বিগত বছরের তীর্থযাত্রীদের ২০ থেকে ২৫ শতাংশ তীর্থযাত্রী এবছর সাগর মেলায় এসেছেন। ই-দর্শন করেছেন ২.৭৮ কোটি ভক্ত, ভারত বর্ষ এবং বিশ্বব্যাপী। স্নান করেছেন ২,৭৮,৭৮০ পুণ্যার্থী। ই-পূজা দিয়েছেন ১,০৬,৩৬২ জন। ড্রোনের মাধ্যমে পুণ্যস্নান করেছেন ৬৫,৭৮০ জন। এছাড়া পুণ্য তরীর মাধ্যমে রাজ্যের ২৩ টি জেলায় পবিত্র গঙ্গাজল পাঠানো হয়েছে। কলকাতার বাবুঘাট থেকে সাগর পর্যন্ত ২৫৫টি এল.ই.ডি টিভিতে এই বিশেষ পুজা নিবেদন প্রত্যক্ষ করেছেন বলে জানান মন্ত্রী অরুপ বিশ্বাস।
advertisement
এদিন মেলা থেকে আট জন গ্রেফতার হয়েছে এবং ১২ টি মোবাইল হারানোর রিপোর্ট দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। গঙ্গাসাগর মেলা পরিচালনার কাজে দেখা মিলেছে, মন্ত্রী পুলক রায়, বঙ্কিম হাজরা, সাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি, জেলাশাসক পি. উলাগানাথান, সুন্দরবন পুলিশ জেলার সুপার সুপার ভাস্কর মুখার্জি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের।
Rudra Narayan Roy