বিশ্ব উষ্ণায়নের ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলে যে কোনো মুহুর্তে তলিয়ে যেতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ। যার প্রথম প্রভাব পড়বে সমুদ্র তীরবর্তী এলাকায়। বকখালি যার মধ্যে অন্যতম এলাকা।
সেজন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ নিয়েছে বনদফতর। মূলত পরিবেশে ফেলে দেওয়া গ্রীন হাউস গ্যাস নির্গমনকারি বস্তু, প্লাস্টিক জাতীয় দ্রব্য এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। সেগুলি যাতে সাধারণ মানুষজন যাতে ব্যবহার না করেন সেজন্য এই প্রচার চালানো হচ্ছে।
advertisement
শুধুমাত্র বকখালি নয়, দক্ষিণ ২৪ পরগণা বন দফতরের বিভিন্ন রেঞ্জে এই প্রচার চালানো হচ্ছে। আগামী ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস পর্যন্ত এই প্রচার চালনো হবে। এই প্রচারে সমাজের সমস্ত শ্রেণীর মানুষজনের অংশগ্রহণ করানোর প্রচেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার বকখালির সি বিচ সংলগ্ন এলাকায় এই প্রচার চালানো হয়। এরফলে বকখালিতে আগত পর্যটকদের সচেতন করা গিয়েছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার কমবে বলে মনে করছেন বনদফতরের কর্মকর্তারা।
নবাব মল্লিক