TRENDING:

South 24 Parganas News: জন্তুর হামলা থেকে বাঁচতে সুন্দরবনে মৎস্যজীবীদের সতর্ক করছে বন দফতর

Last Updated:

শীতের মরশুম শুরু হতেই বনদফতরেরতরফ থেকে মৎস্যজীবীদের সতর্কীকরণ করা হচ্ছে। গত বছর শীতের সময় জঙ্গল থেকে বহু বন্যপ্রাণী ও হিংস্র জন্তু লোকালয়ে ঢুকে পড়েছিল। শীতের মরশুম শুরু হতে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের বনদফতরের তরফ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলতলি : শীতের মরশুম শুরু হতেই বনদফতরেরতরফ থেকে মৎস্যজীবীদের সতর্কীকরণ করা হচ্ছে। গত বছর শীতের সময় জঙ্গল থেকে বহু বন্যপ্রাণী ও হিংস্র জন্তু লোকালয়ে ঢুকে পড়েছিল। শীতের মরশুম শুরু হতে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের বনদফতরের তরফ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে। এর পাশাপাশি সুন্দরবনের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবীরা যেন না জঙ্গলে নামে। সাধারণত শীতের মৌসুমে সুন্দরবনের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের বাঘের আক্রমণের মুখে পড়তে হয়।
advertisement

"সুন্দরবনের জলে কুমির ও ডাঙায় বাঘ"- জীবন জীবিকার টানে বিপদ জেনেও মাছ ধরতে জঙ্গলে যেতে হয় মৎস্যজীবীদের। বনদফতর সূত্রের খবর, সাধারণত শীতকালের জঙ্গলে বাঘিনীরা বাচ্চার জন্ম দেয়। ফলে ক্ষুধার্ত ও হিংস্র হয়ে থাকে তারা। তাই প্রায় সময় জঙ্গলে আসা মৎস্যজীবীদের ওপর আক্রমণ করে বসে তারা। এমনকি খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া লোকালয়ের মধ্যেও ঢুকে পড়ে। বন্যপ্রাণী ও মানুষকে একই সঙ্গে সুরক্ষা দিতে এবার আগেভাগে মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে সুন্দরবন লাগোয়া লোকালয় গুলিতে।

advertisement

আরও পড়ুনঃ কাকার ইঁটের হামলায় আক্রান্ত এক কলেজ পড়ুয়া!

দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের আধিকারিক মিলন মন্ডল বলেন, শীতের মরশুমে সবচেয়ে বেশি বাঘের আক্রমণের ঘটনা ঘটে। এবার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে সুন্দরবন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবিদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীরা মাছ ধরার সময় জঙ্গলে যাতে না নামে। এর ফলে সুন্দরবনের বাঘ আক্রমণের ঘটনা এড়ানো যাবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জন্তুর হামলা থেকে বাঁচতে সুন্দরবনে মৎস্যজীবীদের সতর্ক করছে বন দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল