"সুন্দরবনের জলে কুমির ও ডাঙায় বাঘ"- জীবন জীবিকার টানে বিপদ জেনেও মাছ ধরতে জঙ্গলে যেতে হয় মৎস্যজীবীদের। বনদফতর সূত্রের খবর, সাধারণত শীতকালের জঙ্গলে বাঘিনীরা বাচ্চার জন্ম দেয়। ফলে ক্ষুধার্ত ও হিংস্র হয়ে থাকে তারা। তাই প্রায় সময় জঙ্গলে আসা মৎস্যজীবীদের ওপর আক্রমণ করে বসে তারা। এমনকি খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া লোকালয়ের মধ্যেও ঢুকে পড়ে। বন্যপ্রাণী ও মানুষকে একই সঙ্গে সুরক্ষা দিতে এবার আগেভাগে মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে সুন্দরবন লাগোয়া লোকালয় গুলিতে।
advertisement
আরও পড়ুনঃ কাকার ইঁটের হামলায় আক্রান্ত এক কলেজ পড়ুয়া!
দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের আধিকারিক মিলন মন্ডল বলেন, শীতের মরশুমে সবচেয়ে বেশি বাঘের আক্রমণের ঘটনা ঘটে। এবার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে সুন্দরবন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবিদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীরা মাছ ধরার সময় জঙ্গলে যাতে না নামে। এর ফলে সুন্দরবনের বাঘ আক্রমণের ঘটনা এড়ানো যাবে।
Suman Saha