তিনি এফবি কৃষ্ণ নারায়ণ নামের এক ট্রলার নিয়ে একাই উদ্ধার করেছিলেন ১৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে। সেজন্য ন্যাশানাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ বোর্ডের মিটিং এ তার নাম প্রস্তাবিত হয় সাহসিকতার পুরষ্কার দেওয়ার জন্য। এরপরই গুজরাটের ট্রেন্ট সিটি-২ তে উপকূল রক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। এই পুরষ্কার গ্রহণ করেন মৎস্যজীবীদের প্রতিনিধি সতীনাথ পাত্র। কাকদ্বীপের মৎস্যজীবীদের মধ্য থেকে এমন পুরষ্কার পাওয়ায় খুশি সকলেই।
advertisement
আরও পড়ুনঃ পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হল শ্রীঘর! জানুন আসল ঘটনা
এ নিয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ২০২২ সালের অগাস্ট মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু বাংলাদেশী ট্রলার ডুবে গিয়েছিল। সেই সময় ভারতীয় মৎস্যজীবীরা ওই অসহায় বাংলাদেশী মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যেই একজন হলেন রাম দাস। সেই কারণেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে মৎস্যজীবী রাম দাসকে জাতীয় সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রথম কোন মৎস্যজীবী জাতীয় সম্মান সার্চ এন্ড রেসকিউ অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন।
Nawab Mallick