ক্ষুদ্র মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানের যাবি তুলে আগেই সুন্দরবনজুড়ে আন্দোলন শুরু হয়েছে। এবার দ্রুত ট্রলি ফিশিং বন্ধ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের উপর বন দফতরের জোরজুলুম বন্ধের দাবি তোলা হয়েছে।
মৎস্যজীবীদের দাবি, মাছ ধরতে গিয়ে বিভিন্ন কারণে তাঁদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এক্ষেত্রে তাঁরা বন দফতরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বারবার বহুমূল্য জাল নষ্ট করে দেওয়া হচ্ছে বলে ক্ষেদের সুরে জানান মৎস্যজীবীরা।
advertisement
আরও পড়ুন: কলেজের আবর্জনার মধ্যে পড়েছিল নেতাজির মূর্তি! পুলিশ কর্তার সাহায্যে শেষে ঠাঁই হল গাছতলায়
এই আন্দোলন নিয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাস বলেন, "ট্রলি ফিশিংয়ের জন্য সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। অন্যদিকে সুন্দরবনের নদী ও খাঁড়িতে মাছ ধরতে গিয়ে বন দফতরের জোরজুলুমের শিকার হতে হচ্ছে মৎস্যজীবীদের। এই কারণে লক্ষাধিক মৎস্যজীবীর জীবন আজ বিপন্ন।" এই পরিস্থিতিতে আন্দোলনে না নামা ছাড়া আর তাঁদের কাছে কোনও উপায় ছিল না বলে মিলনবাবু দাবি করেছেন। মৎস্যজীবীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী দিনে সরকারিভাবে এই সমস্যা সমাধান না হলে তাঁরা নদীপথেই বৃহত্তর আন্দোলনে নামবেন।
শনিবার ডায়মন্ডহারবারে মৎস্যজীবীদের এই আন্দোলনে শতাধিক ক্ষুদ্র মৎস্যজীবী অংশগ্রহণ করেন। ট্রলি ফিশিং বন্ধের দাবিতে তাঁদের মিছিল গোটা ডায়মন্ডহারবার শহর প্রদক্ষিণ করে।
নবাব মল্লিক