South 24 Paraganas News: কলেজের আবর্জনার মধ্যে পড়েছিল নেতাজির মূর্তি! পুলিশ কর্তার সাহায্যে শেষে ঠাঁই হল গাছতলায়
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
কলেজের আবর্জনার স্তূপে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা নেতাজির মূর্তি শেষ পর্যন্ত পুলিশকর্তার উদ্যোগে স্থাপিত হল গাছতলায়
দক্ষিণ ২৪ পরগনা: আবর্জনার স্তূপের অবহেলায় পড়ে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। শেষপর্যন্ত তাকে তুলে গাছতলায় রাখা হল, বা বলা যেতে পারে পুনঃস্থাপন করা হল। আর এই গোটা কর্মকাণ্ডে মুখ্য ভূমিকা পালন করলেন ডায়মন্ডহারবারে এসডিপিও মিতুন কুমার দে।
ডায়মন্ডহারবারের ফকিরচাঁদ কলেজের আর্বজনার স্তূপে দীর্ঘদিন নেতাজি সুভাসচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি পড়েছিল। এই নিয়ে কলেজের ছাত্রছাত্রীরা প্রথম ক্ষোভ প্রকাশ করে। এই খবর যায় ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন দে-র কাছে। তিনি নিজে এসে কলেজ ঘুরে দেখেন। এই সময় ছাত্রছাত্রীরাও বিষয়টি নিয়ে এসডিপিওর কাছে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তিনি কলেজের অধ্যক্ষ সৌমেন চন্দর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। মূর্তিটিকে দ্রুত যথাযোগ্য স্থানে স্থাপনের আবেদন জানান।
advertisement
advertisement
শেষপর্যন্ত এসডিপিও নিজে পুলিশ ফোর্সের সহযোগিতায় নেতাজির মূর্তিটিকে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করে গাছতলায় স্থাপন করেন। এরপর কলেজের ছাত্রছাত্রীরা জল দিঊ মূর্তিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে। শেষে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে।
এই ঘটনায় খুশি কলেজের ছাত্রছাত্রীরা। তারা জানিয়েছে, একসময় কলেজের মধ্যে ছিল নেতাজির এই মূর্তি। কিন্তু সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়। তারপর থেকে ঠাঁই হয় আবর্জনার স্তূপে। কলেজের অধ্যক্ষ সৌমেন চন্দ জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে ছিল না। যথাযোগ্য মর্যাদায় মূর্তিটি পুনরায় স্থাপন করা হবে। নতুন করে নেতাজীর মূর্তি গাছতলায় স্থাপিত হওয়ায় কলেজের ছাত্রছাত্রীদের মত খুশি স্থানীয় বাসিন্দারাও।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: কলেজের আবর্জনার মধ্যে পড়েছিল নেতাজির মূর্তি! পুলিশ কর্তার সাহায্যে শেষে ঠাঁই হল গাছতলায়