Nadia News: ফুল মেলায় গিয়ে পুরনো ভূমিকায় বাবুল, গানে গানে মাতালেন দর্শকদের

Last Updated:

তিনি রাজ্যের পর্যটন মন্ত্রী। তবে সবার আগে বাবুল সুপ্রিয় যে একজন প্রথম সারির সঙ্গীত শিল্পী তা অস্বীকার করার জায়গা নেই। আর তাই শান্তিপুরের ফুল মেলায় গিয়ে সেই পুরনো সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়কে পাওয়া গেল। তাঁর গানে গানে মেতে উঠল মেলা প্রাঙ্গণ

+
title=

নদিয়া:  শান্তিপুরে চলছে ফুল মেলা। আর এই মেলাতেই আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। এখানে তিনি কেবল অতিথি হয়ে মঞ্চের শোভা বর্ধন করেননি, একের পর এক জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের।
বাবুল সুপ্রিয়র গান কমবেশি সকলেরই পছন্দের। শান্তিপুরের এই পুষ্প প্রদর্শনী মেলার দ্বিতীয় দিন সেই গান গেয়েই হাজার হাজার ভক্তকে কোমর দুলিয়ে ছাড়লেন বাবুল।
শান্তিপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী বা ফুল মেলা হচ্ছে। সেখানেই দ্বিতীয় দিনের শুরু থেকেই বিশিষ্ট বেশ কিছু সঙ্গীত শিল্পীর সমন্বয়ে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয়দিন শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে তিল ধারণের জায়গা ছিল না। শেষ শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন বাবুল সুপ্রিয়। এরপরেই লক্ষ্য করা যায় ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিশেষভাবে সংবর্ধিত করেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ সহ অন্যান্য পুর প্রতিনিধিরা।
advertisement
advertisement
এই ফুল মেলা আরও দু'দিন চলবে। বাকি দু'দিন‌ও মঞ্চ কাঁপাতে আসছেন অন্যান্য স্বনামধন্য শিল্পীরা। এখন দেখার বাকি দু'দিনে কতটা জমজমাট হয়ে ওঠে শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের পুষ্প প্রদর্শনী মেলা। তবে গোটা মেলা চত্বরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সজাগ নজর রেখেছে শান্তিপুর পুরসভা কর্তৃপক্ষ। এর জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ফুল মেলায় গিয়ে পুরনো ভূমিকায় বাবুল, গানে গানে মাতালেন দর্শকদের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement