অনশ্বর ফকির (৫৬) এর স্ত্রী ভগবতী ফকির এদিন রাতে বাড়িতে ফোন করে তিনি জানান, সুন্দরবনের ঠাকুর নদীর চরে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে অতর্কিত আক্রমণ করে নৌকাতে। অনশ্বর ফকিরের ঘাড়ে কামড় বাসায় বাঘটি। কিছু বোঝার আগেই টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় অনশ্বরকে। চোখের সামনে ভয়ংকর দৃশ্য দেখে কার্যত সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয় ভগবতী। কিন্তু কোন লাভ হয়নি।
advertisement
আরও পড়ুন ঃ সাড়ে আটশো বছরের পুরনো শিব মন্দিরে ভক্তের ঢল
এরপর ভারাক্রান্ত মনে পরিবারের লোকজনকে ফোন করে সমস্ত ঘটনার কথা বলে ভগবতী। এরপর পরিবারের সদস্যরা ঠাকুর নদীর চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার খবর দেওয়া হয় বনদফতরকেও। ইতিমধ্যে বনদফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি স্থানীয় প্রশাসনিক আধিকারিককে গোটা বিষয় জানানো হয়েছে। বাঘের হামলায় মৃত্যুর ঘটনায় কার্যত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিপদ জেনেও কর্মসংস্থান না থাকায় গভীর জঙ্গলে নিজেদের জীবন বাজি রেখে জীবন জীবিকা নির্বাহ করতে হয় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষদের।
সুমন সাহা