বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নৌকার উপর থেকে তাঁকে তুলে নিয়ে যায় বাঘ। সুন্দরবনের দোবাঁকি জঙ্গলের কাছে ঘটে দুর্ঘটনাটি। এরপর খবর দেওয়া হয়েছে বনদফতরকে। তবে এখনও পর্যন্ত মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলে খবর। নদীর ঘাটে পরিবারের সদস্য-সহ গ্রামের প্রায় শতাধিক মানুষ বৃষ্টির মধ্যে অপেক্ষা করছে।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বর্নিভরতার পথ দেখছেন ছাত্রীরা… কোর্স শেষ করলেই কাজের সুযোগ
advertisement
আরও পড়ুন: ছিপছিপে চেহারার মানুষ, তবে ব্যক্তির ভাবনা চিন্তা ভাবাবে আপনাকে, জানুন তার উদ্দেশ্য
রাত দশটা থেকে এগারোটার মধ্যে নৌকার উপর খাওয়া-দাওয়া সেরে বসেছিল ছয় বন্ধু মিলে ঠিক ঘুমাতে যাওয়ার আগে শেষ ঘুম ডেকে নিয়ে এলআবুরআলী জীবনে । কোথা থেকে এসে আচমকাঘাড়ে ধরে তাকে তুলে নিয়ে গেল বাঘ। বাকি বন্ধুরা তাকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করে এবং বাঘের সঙ্গেমানুষের বেশ কিছুক্ষণখন্ড যুদ্ধ হয় তারা পরাস্ত হয় বাঘের কাছে। আবুর আলী কে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায় পূর্ণবয়স্ক বাঘটি।
সুমন সাহা