আরও পড়ুন: নামখানার হরিপুরে বেহাল দশা রাস্তার, পুজোর আনন্দ হবে মাটি
ঘটনার খবর পেয়েই বজবজ ও রবীন্দ্রনগর দুটি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশও। দমকলের দু’টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। যদিও ভিতরে প্রচন্ড উত্তাপ থাকায় ঘরটিকে ঠান্ডা করার কাজ চালানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখা হচ্ছে ঠিক কিভাবে এই আগুন লেগেছে। কাপড় রাখার জন্য কাগজের বাক্সে প্রথম আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।আগুন লাগার সমস্ত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ওই গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল নাকি তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিক্ষকের উদ্যোগে রায়দিঘির স্কুলে ডিজিটাল ক্লাসরুম
ভোররাতে আগুন লাগার পর প্রথম স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের মধ্যে থেকে কাপড় ও কাগজের বাক্স বাইরে ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষে খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুজোর আগে এমন ঘটনা ঘটায় মন খারাপ স্থানীয় ব্যবসায়ীদের।
নবাব মল্লিক