প্রত্যক্ষদর্শীদের মতে এই খালে দীর্ঘদিন ধরে বাজারের আবর্জনা ফেলা হয়। সেই আবর্জনা বর্তমানে স্তূপাকারে জমা হয়েছে। সেখানেই এই আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ডাব পাড়তে গাছে উঠে জ্ঞান হারাল এক ব্যক্তি! ডানকুনির ঘটনায় চাঞ্চল্য
আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশকর্মী শুভ্রদ্বীপ বৈদ্য। তিনি রায়দিঘি থানা এবং দমকলে খবর দেন। এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রায়দিঘি রোডে যান চলাচলের ব্যাঘাত ঘটে।
advertisement
আরও পড়ুন: ছেলেকে ঘুম থেকে ডাকতে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য, দরজার ওপারে হাড়হিম কাণ্ডের সাক্ষী মা!
এ নিয়ে শুভ্রদ্বীপ বৈদ্য জানান দীর্ঘদিন ধরে খালে আবর্জনা ফেলা নিয়ে সরব হয়েছেন তাঁরা। এই আবর্জনা ফেলার ফলে জলের স্বাভাবিক গতিবেগে ব্যাঘাত ঘটছে। ফলে খালে জলের পরিমাণ কমছে। তার উপর সাহেবের খালের উপর সাদা পোলের নীচে এই আবর্জনার স্তূপে আগুন ছড়ানোর ঘটনা যেথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামীতে সকলের এ নিয়ে আরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
নবাব মল্লিক