Hooghly News: ডাব পাড়তে গাছে উঠে জ্ঞান হারাল এক ব্যক্তি! ডানকুনির ঘটনায় চাঞ্চল্য
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
অসুস্থ ব্যক্তিকে দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে বাঁচাতে গাছে ওঠেন এলাকারই এক বাসিন্দা। খবর দেওয়া হয় দমকলকে।
হুগলি: ডাব পাড়তে গাছে উঠে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। গাছের উপরেই অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। অজ্ঞান অবস্থায় গাছের উপরে ঝুলতে থাকেন । অসুস্থ ব্যক্তিকে দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে বাঁচাতে গাছে ওঠেন এলাকারই এক বাসিন্দা। খবর দেওয়া হয় দমকলকে। শেষে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। মই লাগিয়ে গাছ থেকে অসুস্থ ঐ ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ওই অঞ্চলেই বাসিন্দা দিলীপ রায় নারকেল গাছে উঠেছিলেন ডাব পাড়তে। দিলীপ পেশায় একজন ডাব বিক্রেতা তাই প্রতিদিনের মতো সেদিনও ডাব পাড়তে গাছে উঠেছিলেন তিনি।
advertisement
নারকেল গাছে উঠে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর দেওয়া হয় ডানকুনি থানা ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে এলে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দমকল কর্মীরা।
advertisement
এ বিষয়ে দমকল আধিকারিক জানান, রাস্তা সরু থাকার জন্য সেখানে দমকলের গাড়ি প্রবেশ করতে পারছিল না । বড় মই নিয়ে এসে গাছে লাগিয়ে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 5:37 PM IST
