আরও পড়ুন: সারাদিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবসা, তাতেই রোজগার শুনলে আঁতকে উঠবেন!
বৃহস্পতিবাররাত থেকেই বাঘের আতঙ্কে কাঁপছে পাথরপ্রতিমার এল-প্লটের বাসিন্দারা। শীত ভাল করে পড়ার আগেই লোকালয়ে সুন্দরবনের বাঘের পায়ের ছাপ দেখে উদ্বিগ্ন গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে লাঠি হাতে শুরু হয়েছে রাতে পাহারা।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার এল-প্লট শ্রীধরনগর এলকায় ঠাকুরান নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বনদফতর ও পুলিশকে। ইতিমধ্যেই পুলিশ ও বনকর্মীরা এলাকায় টহল দেওয়া শুরু করেছে। পাশাপাশি জঙ্গল ও নদী তীরবর্তী লোকালয় নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে বাঘ কোনভাবেই লোকালয়ে ঢুকতে না পারে।
advertisement
পাথরপ্রতিময় বাঘের পায়ের ছাপ এবং আতঙ্ক প্রসঙ্গে ডিএফও মিলন মণ্ডল জানান, বুধবার রাতে বন দফতরের কাছে খবর আসে এলাকায় বাঘ ঢুকেছে। তারপর থেকে বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়েছে। ড্রোন ওড়ানো হচ্ছে বাঘের সন্ধানে। বাঘটিকে না ধরা পর্যন্ত অভিযান জারি থাকবে বলে জানিয়েছে বন দফতর।
নবাব মল্লিক