স্থানীয় সূত্রে খবর এক নাবালিকাকে নিজের ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি। ধৃত ব্যক্তিকে পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ধারা, ৬ পকসো আইন, ৯/১০ প্রিভেনশন চাইল্ড ম্যারেজ আইনে মামলা রুজু করে সোমবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ পিকের আইপ্যাকের কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশকে মারধর! শোরগোল দেগঙ্গায়
এরপরই বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসে এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে গোপনে নিজের ছেলের সঙ্গে বিয়ে দেন সুকেশ কয়াল। নাবালিকার পরিবার ওই মাসের ২৩ তারিখ রবিবার ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যাতে জানাজানি না হয় সেজন্য সজাগ ছিলেন সুকেশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে দিগম্বরপুর থেকে গ্রেফতার করে তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কেন এই কাজ তিনি করেছেন তা জানার চেষ্টা করছে ঢোলাহাট থানার পুলিশ।
নবাব মল্লিক