এই পরিস্থিতিতে জল সরবরাহে ঠিক কোন জায়গায় সমস্যা তা জানতে মন্দিরবাজারের সহ কৃষি অধিকর্তা মহম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম এলাকা পরিদর্শন করে। সেখানেই উঠে আসে এক ভয়াবহ চিত্র। মূলত গরমের সময় চাষের কাজে জলের যোগান দিতে যে সেচ খাল আছে তার একাংশ শুকিয়ে খট খট করছে, জলের চিহ্নমাত্র নেই। অথচ এই খালে জল সরবরাহ করা হয় ডায়মন্ডহারবার থেকে। জানা গিয়েছে, সেই জল আসার পথে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। অনেক জায়গাতেই প্রশাসনের অনুমতি ছাড়াই খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁধ। আর তাতেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: গ্রামবাসীর কষ্ট দূর করতে হাসপাতাল তৈরি করল পঞ্চায়েত
মূলত এই সেচখাল দিয়ে জল মন্দিরবাজার হয়ে মথুরাপুর-১ ও ২ ব্লকে প্রবেশ করে। ফলে মন্দিরবাজারের সেচখালে জল থাকা খুবই জরুরি বলে জানিয়েছেন সহ কৃষি অধিকর্তা। এই অবস্থায় চাষের ক্ষতি আটকাতে গোটা খাল পরিদর্শন করে বিশেষ রিপোর্ট তৈরি করে উচ্চমহলে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
নবাব মল্লিক