TRENDING:

Burnt to ashes: সাগরে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গৃহস্থের সর্বস্ব

Last Updated:

সাগরে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল সর্বস্ব। চোখের সামনে পুড়ে নষ্ট হল আসবাবপত্র থেকে শুরু করে গৃহস্থালির জিনিসপত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগর: সাগরে গৃহস্থের বাড়িতে লাগল ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হল সর্বস্ব। চোখের সামনে পুড়ে নষ্ট হল আসবাবপত্র থেকে শুরু করে গৃহস্থালির জিনিসপত্র। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে সাগরের বামনখালি চাঁপাতলা এলাকায়। বুধবার এই আগুনের শিখা বহু দূর থেকে দৃশ‍্যমান হয়েছে বলে জানা যাচ্ছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। এই আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার জনিসপত্র পুড়ে নষ্ট হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
advertisement

তবে ঠিক কিভাবে লাগল এই আগুন, তা নিশ্চিত করে বলতে পারছেনা কেউই। স্থানীয়দের দাবি রান্না করতে গিয়ে ঘরের উপরের ছাউনিতে কোনোও কারনে আগুন লেগে যায়। আগুন লাগার পরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। এরপরই তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু তারা আগুন নেভাতে পারেনি বলে খবর।

আরও পড়ুন ঃ রণক্ষেত্র ভাঙড়! প্রাণ হারালেন ৩ ISF কর্মী, অভিযোগের তির আরাবুল-শওকতের দিকে

advertisement

এরপর দমকলে খবর গেলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই তারা আগুন ছড়িয়ে পড়া রোধ করার কাজ শুরু করে। যদিও আগুন লাগা ঘরটিকে রেহাই করা যায়নি। সেই ঘরটি আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

View More

এই ঘটনায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে বাড়ির মালিক অতসি গায়েনের মাথায়। এই ঘটনার পর সাহায্যের দাবি তুলেছেন তিনি। আগুন লাগা বাড়িটির পিছনে স্কুলঘর ছিল। তবে আগুন লাগার ফলে সেই স্কুল ভবনের কোনও ক্ষতি হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Burnt to ashes: সাগরে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গৃহস্থের সর্বস্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল