তবে ঠিক কিভাবে লাগল এই আগুন, তা নিশ্চিত করে বলতে পারছেনা কেউই। স্থানীয়দের দাবি রান্না করতে গিয়ে ঘরের উপরের ছাউনিতে কোনোও কারনে আগুন লেগে যায়। আগুন লাগার পরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। এরপরই তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু তারা আগুন নেভাতে পারেনি বলে খবর।
আরও পড়ুন ঃ রণক্ষেত্র ভাঙড়! প্রাণ হারালেন ৩ ISF কর্মী, অভিযোগের তির আরাবুল-শওকতের দিকে
advertisement
এরপর দমকলে খবর গেলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই তারা আগুন ছড়িয়ে পড়া রোধ করার কাজ শুরু করে। যদিও আগুন লাগা ঘরটিকে রেহাই করা যায়নি। সেই ঘরটি আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই ঘটনায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে বাড়ির মালিক অতসি গায়েনের মাথায়। এই ঘটনার পর সাহায্যের দাবি তুলেছেন তিনি। আগুন লাগা বাড়িটির পিছনে স্কুলঘর ছিল। তবে আগুন লাগার ফলে সেই স্কুল ভবনের কোনও ক্ষতি হয়নি।
নবাব মল্লিক