WB Panchayat Elections Result 2023: রণক্ষেত্র ভাঙড়! প্রাণ হারালেন ৩ ISF কর্মী, অভিযোগের তির আরাবুল-শওকতের দিকে
- Published by:Salmali Das
- local18
Last Updated:
WB Panchayat Elections Result 2023: মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত ভাঙড়। ভোট গণনার রাত থেকে অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। কাঁঠালিয়ায় গণনা কেন্দ্রের বাইরে পড়তে থাকে পরপর বোমা। রাতজুড়ে শুধু বোমাগুলির শব্দ।
ভাঙড়: মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত ভাঙড়। ভোট গণনার রাত থেকে অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। কাঁঠালিয়ায় গণনা কেন্দ্রের বাইরে পড়তে থাকে পরপর বোমা। রাতজুড়ে শুধু বোমাগুলির শব্দ। বোমার আঘাতে জখম অতিরিক্ত পুলিশ সুপার। জখম তাঁর দেহরক্ষীও। কাঁঠালিয়া স্কুলের পাশে একাধিক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বোমা। থমথমে এলাকা। সকাল থেকেই ১৪৪ ধারা জারি ভাঙড়ে। ভাঙড়ের রাস্তায় এখনও পড়ে তাজা বোমা। পড়ে রয়েছে রক্ত। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। পড়ে রয়েছে ভাঙচুর অবস্থায় থাকা পুলিশের গাড়ি।
ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের বলি ৩। ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত আইএসএফ এক কর্মীর নাম হাসান আলি মোল্লা (২৬) আর.জি.করে ভর্তি ছিলেন। আরেক জন মৃত আইএসএফ কর্মীর নাম রেজাবুল গাজী (২৪)। তাঁর বাড়ি পশ্চিম ভোগালীতে।
advertisement
advertisement
সকালবেলা তাঁর মৃত্যুর খবর আসে। ভাঙড়ে হিংসার ঘটনায় গ্রেফতার ১। স্থানীয়দের অভিযোগ, শওকত মোল্লা ও আরাবুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আর নেওয়া যাচ্ছে না। আমরা শান্তি চাইছি। রাতে পুলিশ চলে যাওয়ার পর আরাবুল আর শওকতের দলবল এই সব করেছে। বোমা গুলি মুড়ি মুড়কির মতো ছুড়েছে।’
advertisement
মৃতের শ্বশুর বলেন, “আইএসএফ জিতেছিল বলে ওরা আনন্দ করছিল। সেই সময় রাত্রিবেলা খবর আসে হাসানের গুলি লেগেছে। তৃণমূলের লোকজন ওকে গুলি করে।” মৃতের গর্ভবতী স্ত্রী বলেন, “আরাবুল-শওকতের লোকজন র্যাফের পোশাক পরে এসে ওকে গুলি করেছে। তিনজন এসেছিল। আরাবুলের ছেলেও এসেছিল। আমি ওদের শাস্তি চাই। আমার তিনটে বাচ্চাকে অনাথ করে দিল।” হাসানের ভাই বলেন, “একটা সইয়ের জন্য গিয়েছিলাম। আরাবুল-শওকতের নেতৃত্বে দলবল র্যাফের পোশাক পরে গুলি করেছে।”
advertisement
Suman Saha
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 11:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Elections Result 2023: রণক্ষেত্র ভাঙড়! প্রাণ হারালেন ৩ ISF কর্মী, অভিযোগের তির আরাবুল-শওকতের দিকে