সূত্রের খবর, বিষয়টি ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরেও আসে। তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেন। এরপরই প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন কর্মীর কর্তব্যে গাফিলতি খুঁজে পাওয়া যায়। এরপরই পুলিশ ডায়মন্ডহারবার পুরসভার জলপ্রকল্পের ম্যানেজার পদে কর্মরত দুই ইঞ্জিনিয়ার নাম মৃদুল মণ্ডল ও প্রবীর পোল্লেকে গ্রেফতার করে। সেই সঙ্গে এক ঠিকাদারকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কাজে গাফিলতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: সব টাকার 'মালকিন', SSC দুর্নীতিতে নজরে রহস্যময়ী হৈমন্তী! কে তিনি, বিস্ফোরক তথ্য
স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ডহারবার পুরসভার জলপ্রকল্পটি চালুর এক বছরের মাথা থেকেই পোকা, নোংরা জল বেরোতে থাকে। নিরুপায় এলাকাবাসী ওই জলই ব্যবহার করছে। এমনকি এলাকার হোটেল, দোকানগুলিও ওই জল ব্যবহার করে। স্বাভাবিকভাবেই সেই জলের সঙ্গে আস্ত কেঁচো বেরিয়ে আসার ঘটনা ঘটায় কার্যত ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর। তবে তাঊদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। সেই সঙ্গে ডায়মন্ডহারবার পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত পানীয় জল নিয়ে যে সমস্যা ঘটেছে তা সমাধান করা হবে।
নবাব মল্লিক