২০১৩ সালে তৃণমূলের হাতছাড়া হয় এই পঞ্চায়েত। দখল করে বাম-কংগ্রেস জোট। আবার ২০১৮ সালে দখল করে তৃণমূল। আর এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ২০ আসনের এই পঞ্চায়েতে বিজেপির ১২, তৃণমূলের ৭ ও কংগ্রেসের একজন প্রার্থী জয়ী হয়েছেন।জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড এই পঞ্চায়েতের আধীন। বিজেপি সংখ্যাগরিষ্ট আসন পেয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে চলেছে।
advertisement
কিন্তু এলাকায় শুরু হয়েছে নানান গুঞ্জন। তৃণমূল দল ভাঙিয়ে ফের পঞ্চায়েত গড়বে বলে অভিযোগও শোনা গেল বিজেপির মণ্ডল সভাপতির গলায়। বিজেপির সাগর মণ্ডল ৬ সভাপতি বারীন্দ্রনাথ দাস বলেন,‘ এলাকার মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা পঞ্চায়েত গড়তে বদ্ধপরিকর। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এলাকায় নানান প্রচার চলছে। বিজেপির জয়ীদের প্রলোভন দেখিয়ে দল বদল করানোর ছক আছে। কিন্তু আমরা তা হতে দেব না।’
আরও পড়ুন, কাটতে চলেছে খারাপ সময়! অগাস্টেই তৈরি ‘বিরল’ যোগ, ভাগ্যবদল হবে এই ৩ রাশির
আরও পড়ুন, ১-২টো নয়, শরীরে রয়েছে ৫০০টি পা! বিরল এই প্রাণী ঘিরে হইচই কাণ্ড
তবে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ফ্রেজারগঞ্জ অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা । তিনি বলেন,‘ বিজেপি মিথ্যা অভিযোগ করছে। আমরা মানুষের রায় মেনে নিয়েছি। বিজেপি বোর্ড গড়বে।
নবাব মল্লিক