আরও পড়ুন: বাড়িতে মিলেছিল ১৯ শিশুর কঙ্কাল, উঠেছিল ‘মানুুষের মাংস’ খাওয়ার অভিযোগ, নিঠারি-কাণ্ডে ফাঁসির সাজা রদ
বারুইপুরের শাসন বালক সংঘের মণ্ডপ তৈরি করতে ২০ হাজারেরও বেশি ভাঙা বোতল লেগেছে। এই পুজো এবছর ৬৭ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর সভাপতি হলেন বারুইপুরের পুরপ্রধান সুভাষ রায় চৌধুরী। এই পুজোর থিম হল- অন্তঃশক্তি। ভাঙা বোতলের পাশাপাশি লোহা, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
advertisement
কাচ যেমন ভেঙে পড়ে কিছু মানুষের মনও তেমনই অল্পতেই ভেঙে পড়ে। মানুষের মনের অভ্যন্তরীণ গতিপথ যেন ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে। থিমের চমকের পাশাপাশি এখানে থাকছে জমকালো আলোকসজ্জা। এখানে মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ, একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ চলছে।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন। বারুইপুর এলাকার বেশ কয়েকটি পুজোর মধ্যে অন্যতম এই শাসন বালক সংঘের পুজো। প্রতিবছর এখানে প্রতিমা দেখতে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
সুমন সাহা